ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এর পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক সিকদার এর পিতা মরহুম মকফর উদ্দীন সিকদার এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১১ ডিসেম্বর, ২০২০, শুক্রবার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরে অবস্থিত জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এক বিশাল দোয়া মাহফিল, কবর জিয়ারত ও গণভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, জয়নুল হক সিকদার, নাসিম খান সিকদার, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, এমপি, এনবিএল সিকিউরিটিজ এর পরিচালক লিসা ফাতিমা হক, ডাক্তার মেন্ডি সিকদার, শন হক সিকদারসহ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এক বিশেষ দোয়া মাহফিলে ন্যাশনাল ব্যাংক এর চেয়ারম্যান জয়নুল হক সিকদার এর পিতা মরহুম মখফর উদ্দীন সিকদার এবং মাতা মরহুমা জরিনা সিকদার এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে প্রায় ৮-১০ সহস্রাধিক মানুষ গণভোজে অংশগ্রহন করেন।