ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে সিগাল গ্রুপ

কক্সবাজারের সিগাল হোটেলস ও টাঙ্গাইলের সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কার্ডধারীরা।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং সিগাল গ্রুপ অব কোম্পানিজের প্রধান আর্থিক কর্মকর্তা মো. ফারুক আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষরের পর তা বিনিময় করেন।
অনুষ্ঠানে ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারজানা কাদের ও সিগাল গ্রুপের ফাইন্যান্স ম্যানেজার মো. সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।