ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং চালু করেছে কমিউনিটি ব্যাংক

দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিকল্প ক্রেডিট স্কোরিং চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ উদ্যোগে অংশীদার হয়েছে দেশীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ এবং আন্তর্জাতিক ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ইনসাইটস জিনি। এ উপলক্ষে সম্প্রতি একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান তিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান এবং ইনসাইটস জিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চাই। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।