ঢাকা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) শুরু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অংশ হিসেবে এতে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোসাম্মাত হুসনে আরা শিখা। সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) একেএম শাহনাওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক এস মো. নাজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ডিএমডি ও সিএমইও মো. মোস্তাক আহমেদ, এমএসএমই ও ইমার্জিং বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান পলাশ এবং ডিবিটিআইয়ের অধ্যক্ষ মোসাম্মাত ফাহমিদা চৌধুরী।