আইসিবির প্রধান কার্যালয় পরিদর্শনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ উপলক্ষে গতকাল এক বৈঠকের আয়োজন করা হয়। আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ সময় অন্যদের মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ সহকারী সচিব ফারজানা জাহান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইসিবির ডিএমডি মো. নূরুল হুদা, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সিইও, মহাব্যবস্থাপকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।