এনসিসি ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এনসিসি ব্যাংক পিএলসির ৩২ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষে অধ্যক্ষ শাহনাজ বেগম ও সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া এনসিসি ব্যাংকের পক্ষে ছিলেন শ্যামলী শাখার এসভিপি ও হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. জসিম উদ্দীন এবং হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মো. আনোয়ার হোসেন।