জুলাই গণ-অভ্যুত্থান দিবস : রূপালী ব্যাংক

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে রূপালী ব্যাংক পিএলসি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত এ শোভাযাত্রায় ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিজয় সরণি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশিদসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।