শিরোনাম

South east bank ad

বাংলালিংক ও সিক্স সিজনস হোটেল-এর মাঝে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলালিংক ও সিক্স সিজনস হোটেল-এর মাঝে চুক্তি স্বাক্ষর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি সিক্স সিজনস হোটেলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা সিক্স সিজনস হোটেলের বিভিন্ন সার্ভিসে বিশেষ ছাড় পাবেন।

বাংলালিংক এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং সিক্স সিজনস এর জেনারেল ম্যানেজার আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিক্স সিজনস এর অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার রবিউল হাসান, সেলস ম্যানেজার দেব নাথ এবং বাংলালিংক এর সিনিয়র ম্যানেজার (লয়্যালটি প্রোগ্রাম) জাইন জামান ও হেড অফ ইমার্জিং সেগমেন্ট গাজী রাফি আহমেদ শামস।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা ব্যাংকুয়েট হল ভাড়ায় ৫০%, স্পা, সুইমিং পুল সহ হেলথ ক্লাব এবং কেক এর উপর ১৫% এবং ভিন্ন স্বাদ, বুঙ্কা এবং স্কাই পুল রেস্তোরাঁ সহ সমস্ত খাবার ও পানীয়ের আউটলেটগুলিতে ১০% আকর্ষণীয় ছাড় পাবেন। অফারটি পেতে, গ্রাহকদের "BLSS" টাইপ করে “২০১২” নম্বরে বার্তা পাঠাতে হবে। অফারটি ৩১শে জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত প্রযোজ্য।

বাংলালিংক এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “আমরা আমাদের গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যাদের ধারাবাহিক আস্থা সবসময় আমাদের আরও ভালো সেবা প্রদানের জন্য অনুপ্রাণিত করে। অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য সিক্স সিজনস হোটেল পরিদর্শনের সময় বিশেষ ডিসকাউন্ট পাওয়ার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।”
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে কাজ করে যাবে।

বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।
মাইবিএল অ্যাপ : https://mybl.digital/App
ওয়েবসাইট : www.banglalink.net

ফেসবুক : www.facebook.com/banglalinkdigital

টুইটার : https://twitter.com/banglalinkmela

ইউটিউব : https://www.youtube.com/banglalinkmela/

লিংকইডইন : https://www.linkedin.com/company/6660/

ইন্সটাগ্রাম : https://www.instagram.com/banglalink.digital/

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: