ইংরেজি নতুন বছরে ব্রাদার্স ফার্নিচার লিঃ দিচ্ছে ৫-১৫% পর্যন্ত মূল্য ছাড়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
“ইংরেজি নতুন বছরে নতুন আসবাবে ঘর বা অফিস সাজুক নিত্য নতুন বেশে” স্লোগানকে সামনে রেখে জানুয়ারি মাস জুড়ে ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের সকল পণ্য ক্রয়ের উপর ৫-১৫% পর্যন্ত মূল্য ছাড় চলছে।
সম্প্রতি ব্রাদার্স ফার্নিচারের লিঃ বারিধারার কর্পোরেট অফিস সম্মেলন কক্ষে ডিসকাউন্ট অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার, পরিচালক শরীফুজ্জামান সরকার ও হেড অব মার্কেটিং এন্ড সেল্স মোহাম্মদ মনিরুল ইসলাম বখশী ।
এসময় ব্রাদার্স ফার্নিচারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি আউটলেটে সকল ফার্নিচারে এই ডিসকাউন্ট অফারটি পাওয়া যাবে।বিস্তারিত জানতে হটলাইন নম্বর: ০৯৬১২৮৮৮৭৭৭ এ যোগাযোগ করুন এবং ভিজিট করুন: www.brothersfurniture.com.bd এই ওয়েবসাইটে।