প্যারাস্যুট ন্যাচারাল আনল হিজাব ফ্রেশ অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড প্যারাস্যুট ন্যাচারালের শ্যাম্পুর তালিকায় যোগ হলো হিজাব ফ্রেশ অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। পারসোনাল কেয়ার ব্র্যান্ড প্যারাস্যুট অ্যাডভান্সড, নিহার ন্যাচারালস, প্যারাস্যুট স্কিনপিওর মেডিকার ও স্টুডিও এক্সের উৎপাদক ম্যারিকো। হিজাব পরিধানকারী নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা এ শ্যাম্পুতে আছে কোকোনাট মিল্ক্ক প্রোটিন ও গ্রিন টির মতো প্রাকৃতিক উপাদান, যা চুল পড়া কমাতে সহায়তা করে।
ম্যারিকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, বাংলাদেশে গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় উদ্ভাবনী সমাধান দেওয়া আমাদের প্রতিশ্রুতি। এ প্রতিষ্ঠানের উদ্ভাবনের ধারা অব্যাহত রেখে প্যারাস্যুট ন্যাচারালের মাধ্যমে নতুন এ শ্যাম্পুর যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। পণ্যটি ইতোমধ্যে সারাদেশের দোকানগুলোতে পৌঁছে গেছে।