শিরোনাম

South east bank ad

বসুন্ধরা এলপিজির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হলেন ৮জন

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

বসুন্ধরা এলপিজির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হলেন ৮জন
এলপি গ্যাস ব্যবসার ক্রমাগত বৃদ্ধি বিবেচনা করে এর সঙ্গে যুক্ত ৮ সাধারণ পরিবেশককে (জেনারেল ডিস্ট্রিবিউটর) বসুন্ধরা এলপি গ্যাসের একমাত্র পরিবেশক (এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর) হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার (৭ এপ্রিল) বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেডের কর্পোরেট অফিসে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান নতুন পরিবেশকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তিনি বলেন, আজ বসুন্ধরা এল পি গ্যাস নাম্বার ওয়ান হওয়ার কারণ যারা এর সঙ্গে আছেন এবং যারা পেছনে থেকে কাজ করছেন সকলেই যার যার জায়গায় নাম্বার ওয়ান। ভবিষ্যতেও যেন আমারা এই নাম্বার ওয়ান এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি, সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ‘যারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করে আসছেন তারা অবশ্যই জানেন শুধু ব্যবসা নয়, সকলের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধ পরিকর। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলেই আমি বিশ্বাস করি।’ বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেডের হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী বলেন, একমাত্র বসুন্ধরার মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেহেতু পরিবেশকদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তাই বসুন্ধরার পরিবেশক হতে অনেকেই আগ্রহী থাকেন। ‘আমরা অনেকগুলো ধাপে যাচাই-বাছাই করে আমাদের এক্সক্লুসিভ ড্রিস্ট্রিবিউটরশিপ দিয়ে থাকি। আজ আমরা এই ৮ জনকে একমাত্র পরিবেশক করতে পেরে আমাদের বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করলাম এবং ভোক্তার আরও নিকটে পৌঁছালাম। প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বসুন্ধরা এল পি গ্যাস টিম কাজ করে যাচ্ছে।’ আট একমাত্র পরিবেশক হলেন- কুমিল্লার মডার্ন স্টিল, চাঁদপুর আল মক্কা এন্টারপ্রাইজ, ফরিদপুর মোল্লা এন্টারপ্রাইজ, শরীয়তপুর রবিন ট্রেডার্স, পটুয়াখালী শুভ ট্রেডার্স, যাত্রাবাড়ী মোল্লা এন্টারপ্রাইজ, কেরানীগঞ্জ নূর এন্টারপ্রাইজ এবং নরসিংদী এস কে ট্রেডার্স।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: