শিরোনাম

South east bank ad

বিজিবির অভিযানে বার্মিজ ইয়াবাসহ আসামী আটক

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানসহ চেকপোষ্ট সমূহে বিজিবি সদস্যদের পাশাপাশি প্রশিক্ষিত ডগ দ্বারা ২৪ ঘন্টা তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ০৯৩০ ঘটিকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্টে ডগ চার্লি দ্বারা কুতুপালং হতে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালীন সিএনজি’র নিচে চ্যাসিসের সাথে কালো কসটেপ দ্বারা মোড়ানো অতিকৌশলে লুকায়িত অবস্থায় ০১ জন আসামীসহ (নুর মোহাম্মদ (২০), পিতা- মোঃ ইউসুফ আলী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২, বøক-ডি/৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার) আনুমানিক ১০,০০০ (দশ হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবিতে মোট ৬৫টি ডগ দ্বারা সারাদেশের বিভিন্ন বিমানবন্দর, আইসিপি ও চেকপোষ্ট সমূহে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অত্যন্ত সফলতার সাথে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র-গোলাবারুদ এবং বিষ্ফোরকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ বিদ্যমান ০৬টি ডগ দ্বারা মরিচ্যা ও রেজুখাল যৌথ চেকপোষ্টে সর্বদা মাদক ও বিষ্ফোরক বিরোধী তল্লাশী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: