শিরোনাম

South east bank ad

বিজিবি কর্তৃক ০৩ জন আসামীসহ ১২ টি স্বর্ণের বার আটক

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রংপুর রিজিয়নের আওতাধীন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর উপ-অধিনায়ক বিএ-৬৬৮৫ মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল অভিযানে বের হয়। উক্ত টহল দল আনুমানিক ০৫০০ ঘটিকায় রাজশাহী বেলপুকুর চেকপোষ্টে ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্ (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৮২) তল্লাশী করে মোঃ আলাল (৪৫), পিতা-মৃত লাল মিয়া, গ্রাম-চৌহাট, পোস্ট-চৌহাট, থানা-ধামরাই, জেলা-ঢাকা এর পায়ের চামড়ার স্যান্ডেলের ভিতর হতে ১২ (বার) টি স্বর্ণের বার (প্রতিটির ওজন-১১৬.৬৪ গ্রাম করে) মোট ০১ কেজি ৩৯৯.৬৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। ধৃত আসামীর তথ্যের ভিত্তিতে টহলদলটি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড থেকে পাচারের সাথে জড়িত আসামি শ্রী সুব্রত কর্মকার (২৭), পিতা-শ্রী বাদল কর্মকার, গ্রাম-নয়নচুকা কামারপাড়া, পোস্ট-নমোশংকর বাটি,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং পরবর্তীতে মহানন্দা ব্রিজের নিচ থেকে আরেক জন আসামি মিলন হালদার (২৮), পিতা-শ্রী দিনেশ হালদার, গ্রাম-বার ঘড়িয়া হালদারপাড়া, পোস্ট-চাঁপাইনবাবগঞ্জ ,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। উল্লেখিত স্বর্ণের বারের কোন বৈধ কাগজপত্র না থাকায় বর্ণিত ব্যক্তিদেরকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহী শাখা কর্তৃক যাচাইয়ান্তে প্রতিটি স্বর্ণের বার ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করেন । উদ্ধারকৃত স্বর্ণের আনুমনিক সিজার ৮১,৬০,০০০/- (একাশি লক্ষ ষাট হাজার) টাকা। এছাড়াও উক্ত তিন জন আসামীর নিকট হতে হিরো গ্লামার মোটরসাইকেল (১০০ সিসি) ০১টি, মোবাইল ফোন ০৬টি, সীম কার্ড (গ্রামীণ ফোন) ০৬টি, রুপার চেইন (১.৯ ভরি) ০১টি, হাত ঘড়ি (সান্দা) ০১টি , স্যান্ডেল ০১ টি এবং নগদ টাকা ১১,৭৯৫/- উদ্ধার করা হয়। সর্বমোট সিজার মূল্য ৮৩,৫১,৭৪৫/- (তিরাশি লক্ষ একান্ন হাজার সাতশত পঁয়তাল্লিশ) টাকা। ধৃত আসামীদেরকে বেলপুকুর থানায় হস্তান্তর এবং স্বর্ণের বার জেলা প্রশাসক, রাজশাহী এর ট্রেজারী শাখায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: