শিরোনাম

South east bank ad

বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক ২৩৮৮০০ ইয়াবাসহ ৩ আসামী আটক

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী ও রেজুপাড়া বিওপি  এবং রেজুখাল যৌথ চেকপোস্ট হতে পৃথক পৃথক অভিযানে সর্বমোট ৭,১৬,৪০,০০০/- (সাত কোটি ষোল লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ২,৩৮,৮০০ (দুই লক্ষ আটত্রিশ হাজার আটশত) পিস বার্মিজ ইয়াবাসহ ০৩ জন আসামী আটক করতে সক্ষম হয়। 
মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানসহ বিদ্যমান চেকপোষ্টে বিজিবি সদস্যদের দ্বারা ২৪ ঘন্টা তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি উক্ত অভিযানসমুহ পরিচালনা করেছে। অভিযান পরিচালনার বিস্তারিত তথ্যাদি নিম্নরূপ :
ক। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপির সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়ীতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান বার্মিজ ইয়াবা মজুদ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল তাজনিমারখোলা পশ্চিমপাড়া এলাকায় গমন করে এবং স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধৃত আসামী সৈয়দ আলম মনোয়ার (৩৫), পিতা-মৃত ফকির মোহাম্মদ এর বাড়ী তল্লাশী করে রান্না ঘরের ভিতরে মাটির নিচে বালতির ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১,২৮,৮০০ (এক লক্ষ আটাশ হাজার আটশত) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৩,৮৬,৪০,০০০/- (তিন কোটি ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার) টাকা। 
খ। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপির তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে সীমান্ত হতে কোটবাজারগামী যাত্রিবাহি সিএনজি তল্লাশী করে ধৃত আসামী মোঃ জামাল হোসেন (২১), পিতা-মৃত আবুল সামা, গ্রাম-খলুর বাপেরপাড়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায়  ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা। 
গ। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপির রেজুখাল যৌথ চেকপোষ্ট নামক স্থানে হ্নীলা হতে কক্সবাজারগামী যাত্রিবাহি সিএনজি তল্লাশী করে ধৃত আসামী মোঃ নুর (২৮),   পিতা-মৃত হোসেন, গ্রাম-নোয়াপাড়া, পোষ্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: