বিজিবি এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ ১ নারী আটক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভুলট বিওপির টহল কমান্ডার জেসিও-৭৮৩৫ নায়েব সুবেদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে আজ ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১৭৪ আর পিলার হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিকড়ি বটতলা বালুরমাঠ ব্রিজের উপর হতে পপি খাতুন (২৪), স্বামী-কামাল হোসেন, গ্রাম-পুটখালী পশ্চিম পাড়া, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯১, ৫১,৮০০/- ( একানব্বই লক্ষ একান্ন হাজার আট শত) টাকা।