শিরোনাম

South east bank ad

ভারতে পাচারের সময় ৫৭ পিস স্বর্ণের বারসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিজিবি

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯ কেজি ২’শ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মহিলা বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর গ্রামে দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭ পিচ স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারী সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম স্বর্ণের বারসহ বানেছা খাতুন নামে এক গৃহবধূকে আটক করা হয়। আটক গৃহবধূকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
BBS cable ad

বিজিবি এর আরও খবর: