বিজিবিকে মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ
ঈদ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের তরফে।
শুক্রবার (১৪ মে) এ মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
আগরতলার আখাউড়া সীমান্তের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আরো কয়েকটি সীমান্তেও বিএসএফের তরফে বিজিবি সদস্যদের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়।
করোনার কারণে এদিন সীমান্তে কাউকে যেতে দেওয়া হয়নি।
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি করে বিএসএফ।