শিরোনাম

South east bank ad

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এ সময় পালিয়ে গেছেন আর তিনজন পাচারকারী। আটক নুরুল আমিন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার হামিদিয়াপাড়ার এলাকার মৃত মোহর আলীর ছেলে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-৩৪ বিজিবির অধীন রেজুপাড়া বিওপির সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। এ সময় চার ব্যক্তিকে সীমান্ত দিয়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় নুরুল আমিন আটক করতে সক্ষম হলেও কড়ইবুনিয়া এলাকার মো. আলী আহমদের ছেলে মো. ইকবাল হোসেন (৩০), মো. ভুট্টু মিয়া (২৭) ও ডেইলপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫) পালিয়ে গেছে।

এ ব্যাপারে আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: