শিরোনাম

South east bank ad

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে মাদকসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, মঙ্গলবার রাতে চকচন্ডি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ফারুক আহমেদের নেতৃত্বে উপজেলার চকমহেষ এলাকার রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেলসহ পাশের পত্নীতলা উপজেলার দেলোয়ার হোসেনকে(৪৫) আটক করা হয়।

অন্যদিকে একইদিন রাত ১১টায় উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্রের নেতৃত্বে ওই এলাকার মাঠে অভিযান চালানো হলে কালুপাড়া এলাকার মিজানুর রহমানকে(৩৪) ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে আটক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথকভাবে মামলার মাধ্যমে নওগাঁ জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: