শিরোনাম

South east bank ad

ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। ইব্রাহীম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: