শিরোনাম

South east bank ad

বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

 প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল পৌনে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওমা রামের হাতে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও দুবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকেপাষ্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলীসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সৈনিকগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী জানান, সীমান্তে সোহার্দ-সম্প্রতি, ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ মিলে মিশে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে ও দুবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরো জোরদার হয় এলক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: