বিজিবিতে কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিশ্বব্যাপী চলমান কভিড-১৯ মহামারী থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় বিজিবিতেও করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালের প্রশিক্ষণ মাঠে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রথম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, ঊর্ধ্বতন অফিসার, সৈনিক এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি উপস্থিত ছিলেন।