স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৩৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৩৩তম সভা, বৃহস্পতিবার,২৯অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জাহেদুল হক, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন অংশগ্রহণ করেন। সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম,উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন এবংভারপ্রাপ্তকোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ।