শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা বাস্তবায়নে কাজ করছে সোনালী ব্যাংক

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মহামারী করোনার কারনে ক্ষতিগ্রস্থ অর্থনীতি খাতকে সচল রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কাজ করছে দেশের সববৃহৎ সোনালী ব্যাংক লিমিটেড। শিল্পখাতে বরাদ্দের ১৬২০ কোটি টাকার ৭২ ভাগই বরাদ্দ দেওয়া হয়েছে । এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়া এক হাজার কোটি টাকা ।সরকারের ঘোষিত এক লক্ষ তিন হাজার কোটি টাকার প্রনোদনা প্যাকেজ বাস্তবায়নে অন্যান্য ব্যাংকগুলোর পাশাপাশি সোনালী ব্যাংক লিমিটেড কাজ করছে । সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান গতকাল তার ব্যাংকে যোগদানের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন গত এক বছরে সোনালী ব্যাংক লিমিটেড-এর শ্রেনীকৃত লোন ১৪৬৭ কোটি টাকা কমেছে। জুলাই শেষে সোনালী ব্যাংকের শ্রেণীকৃত লোন ছিল ১০৭৫৩ কোটি টাকা যা গতবছর একই সময় ছিল ১২২১৩ কোটি টাকা । তিনি বলেন এই করোনাকালীন সময়েও সোনালী ব্যাংকের ১২২৪ টি শাখায় নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করেছে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা । এসময় প্রায় ১১০০জন কর্মকর্তা-কর্মচারী কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে যার মধ্যে ১১ জন মারা গেছেন । আগামী বছরের মধ্যে সোনালী ব্যাংক সবদিক থেকে দেশের এক নম্বর ব্যাংক হবে বলে তিনি প্রত্যাশা করেন । এবছর জুলাই মাসের শেষে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১১২০ কোটি টাকা যা গতবছর একই সময় ছিল ৪৬৭ কোটি টাকা ।সংবাদ সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ, জেনারেল ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন ।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: