শিরোনাম

South east bank ad

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য শিল্প এলাকাগুলোতে আগামী ২৫ জুলাই (শনিবার) ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার ২২ জুলাই, ২০২০ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন ঈদুল আযহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ২৫ জুলাই খোলা রাখতে হবে। উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উপরিল্লিখিত এলাকার বাহিরে অবস্থিত কোন ব্যাংক শাখার উপর চেক প্রদান করা যাবে না। এরূপ চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে বলেও উল্লেখ করা হয়।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: