অগ্রণী ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির মে মাসের অখঈঙগ সভা ভার্চুয়াল অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং অখঈঙগ-এর অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনান্তে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত প্রদান করেন। সভাটি ব্যাংকের আইটি অ্যান্ড এমাইএস ডিভিশনের কারিগরি সহযোগিতায় ট্রেজারি ডিভিশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়।