আজ এসআইবিএল-এর ১২৯তম শাখার উদ্বোধন
কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালি করতে এবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীর বন্দরে এসআইবিএলের ১২৯তম শাখার শুভ উদ্বোধন করা হচ্ছে। রাণীর বন্দর শাখা : গ্রামীণ টাওয়ার, নশরতপুর, চিরিরবন্দর, দিনাজপুর-এর এই ঠিকানায় কার্যক্রম চলবে।