নারীর জন্য ঢাকা ব্যাংকের নতুন ব্যাংকিং পণ্য 'অরণি' উদ্বোধন

ঢাকা ব্যাংক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান কার্যালয় প্রাঙ্গণে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নারীদের জন্য 'অরণি' নামে একটি নতুন ব্যাংকিং পণ্য উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনাওয়াজ ও এ এম এম মইন উদ্দিন, এসইভিপি ও করপোরেট ব্যাংকিং ডিভিশন প্রধান আখলাকুর রহমান, এসভিপি অ্যান্ড কারেন্ট চার্জ রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান।