মানিকগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার-১
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ১ জন গ্রেফতার করা হয়েছে।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনর্চাজ, পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর আভিযানিক দল এসআই (নিঃ)/মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে মোটরসাইকেল চুরির সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানাধীন উত্তর সেওতা এলাকা হতে ১। নাসির খাঁ (২৯),কে ০১(এক)টি লাল- কালো রংয়ের পালসার (PULSAR) মোটরসাইকেল, ও হাতে বানানো লোহার “টি”আকৃতিযুক্ত মাস্টার কী (চাবি)সহ ইং ২৪/০২/২০২২ তারখি ১৮.৩০ ঘটিকা গ্রেফতার করেন।
মোটরসাইকেল চোরচক্রদলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলের রেজিঃ নং- ঝিনাইদহ-ল-১১-৪১১১, চেসিস নং- MD2A11CZ0GZG88779 এবং ইঞ্জনি নং- DHZWGG59663।