শিশু একাডেমিতে নতুন ডিজি, মেয়াদ বাড়ল নিমকো ডিজির
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম।
তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এ কে এম মোখলেছুর রহমানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক শাহিন ইসলামকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৩ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।