আফ্রিকান নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা সহজ করতে চিঠি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আসার জন্য ভিসা ইস্যু সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।
ওই সভার সিদ্ধান্ত জানিয়ে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সুরক্ষাসেবা বিভাগের যুগ্মসচিব মো. শাহরিয়াজ স্বাক্ষরিত চিঠিটি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৭ ফ্রেব্রুয়ারি সুরক্ষাসেবা বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সর্বসম্মতিক্রমে নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আগমনের লক্ষ্যে ভিসা ইস্যু সহজকরা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলো তুলে ধরে চিঠিতে বলা হয়- আলজেরিয়া, মিশর, মরক্কো, মরিশাস, কমোরস, মাদাগাস্কার ও সিশেলসের নাগরিকদের সংশ্লিষ্ট দূতাবাস সুবিবেচনা মতো ভিসার আবেদন নিষ্পত্তি করবে। আফ্রিকা মহাদেশে অবস্থিত অন্যান্য দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গ, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এবং আইআইইউটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দূতাবাসের বিবেচনায় ভিসা দিতে পারবে। এছাড়া অন্যান্য নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সুরক্ষাসেবা বিভাগ থেকে ২০২১ সালের ৪ অক্টোবর জারি করা পত্র অনুযায়ী সুরক্ষাসেবা বিভাগের মাধ্যমে এসবির মতামত গ্রহণের আদেশ বহাল থাকবে।
যেসব নাগরিককে ভিসা দেওয়া হবে তার একটি তালিকা নিয়মিতভাবে ই-মেইলে সুরক্ষাসেবা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এসবি এবং এনএসআইকে সরবরাহ নিশ্চিত করতে হবে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।