International Trade Payment & Financing শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত "International Trade Payment & Financing" শীর্ষক ১০ কর্মদিবস ব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয় আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী ’২০২২)। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান ড. জায়েদ বখত্ বলেন-‘ বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাণিজ্যে এই কোর্স প্রশিক্ষণার্থীদের আরো বেশি দক্ষ করে তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আপনার নিজ নিজ দায়িত্বে সচেষ্ট ও সচেতন থেকে কাজ করে অগ্রণী ব্যাংককে এগিয়ে নিয়ে যাবেন ,আশা করি। তিনি অগ্রণী ব্যাংকের সাফল্য সম্পর্কে আলোকপাত করে ব্যবসা আরো বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় উপ-ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রণী ব্যাংক এর অবস্থান তুলে ধরে আরো অবদান রাখার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান। উক্ত প্রশিক্ষণ কোর্স সভাপতিত্ব করে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ।