শিরোনাম

South east bank ad

ভালুকায় আগুনে পুরে ছাই হলো ৩ সহোদর শিশু

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ভালুকায় আগুনে পুরে কয়লা হলো ৩শিশু। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটির মা স্থানীয় তেপান্তর মিলে চাকুরী করে ও বাবা মানুষের বাড়ীতে বাড়ীতে কাজ করে, তারা সিডষ্টোর বাজার এলাকায় এতিমখানা সংগ্লন্ন একটি বাসায় বাড়া থাকতো। তারা প্রতিদিনের মত সন্ধ্যায় শিশুদের ঘরে তালাবদ্ধ রেখে বাহিরে চলে যায়।

গতকাল রবিবার রাত ১০ দিকে ওই ঘরে আগুন লাগে। আগুনে ৩শিশু দগ্ধ হয়ে পুরে কয়লা হয়ে যায়। নিহত ৩শিশু হলো সাদিয়া (৯) নাদিয়া (৫)ও রায়হান (২) বলে জানা যায়। তাদের মধ্যে ২জন মেয়ে ও ১জন ছেলে।

তিনি আরও জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘরের ভিতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই হতাহত হয়। এই ঘটনায় ১৫থেকে ২০টি ঘর আগুনে পুরে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)কামাল হোসেন জানান,নিহত ৩শিশুর পিতা স্বপন মিয়া (৩৫)ও মদিনা (৩০) তারা সিডষ্টোর এলাকায় ওই বাসায় ভাড়া থেকে চাকুরী করতো। তাদের বাড়ী নেতকোনা জেলার কমলাকান্দা থানায়। নিহত ৩শিশু সহোদর ভাই বোন।

দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: