নোম্যান্সল্যান্ডে স্বল্প পরিসরে উদযাপন হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মোঃ জামাল হোসেন, (যশোর):
করোনা মহামারির কারনে এবার দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (অমর একুশে ফেব্রুয়ারী) উদযাপনে তেমন কোন তোড় জোড় দেখা যাচ্ছে না। তবে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ছোট পরিসরে উদযাপনের জন্য অস্থায়ী শহীদ বেদী তৈরীর কাজ চলছে। বিগত বছরগুলির মত এবার বেনাপোল- পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে মাতৃভাষা দিবস উদযাপনের জন্য দুই বাংলার উদযাপন কমিটির তেমন সাড়া শব্দ না মিললেও নোম্যান্সল্যান্ডে স্বল্প পরিসরে উদযাপনের জন্য কাজ করছে এপার বাংলার লোকজন। তবে এবার ভারত এর অংশে ভাষা উদযাপনের জন্য তেমন কোন সাড়া শব্দ মেলেনি।
গতকাল (২০ ফেব্রুয়ারি) রোববার বিকেলে বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় বাংলাদেশের পাশে ছোট একটি মঞ্চ তৈরীর কাজ চলছে। তবে ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টির জন্য মঞ্চ তৈরীর কোন লোককে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি বলেন, এখানে হয়ত একটি অস্থায়ী শহীদবেদী তৈরী হবে। যেখানে দুই দেশের ভাষাপ্রেমীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, করোনা মহামারির কারনে স্বল্প পরিসরে নোম্যান্সল্যান্ডে পালন করা হবে ভাষা দিবস। ইতিমধ্যে দুই দেশের ভাষা প্রেমীদের এই ছোট মিলন মেলার জন্য নোম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেছেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন, স্বল্প পরিসরে দ্ইু দেশের প্রতিনিধি দল নোম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবার বড় পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অফিসিয়াল কোন চিঠি বা নির্দেশনা না পাওয়ায় স্বল্প সময়ের জন্য শুধু মাত্র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মাতৃভাষা তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মধ্যে দিয়ে সমাপ্ত করা হবে।