শিরোনাম

South east bank ad

দূর্যোগ ব্যাবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম, (বাগেরহাট):

বর্তমান সরকার দূর্যোগ ব্যবস্থাপনায় বদ্ধ পরিকর।বাংলাদেশ দূর্যোগ ব্যাবস্থাপনায় সারা বিশ্বের রোল মডেল ।তবে দূর্যোগে মৃত্যূহার কমাতে পারলেও সম্পদহানী এখনো উল্লেখযোগ্য।বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণীঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপ শক্তিশালী করণবিষয়ক ”স্টেপ প্রকল্পের”অবহিত করণ সভায় এ কথা বলেন বক্তারা ।

আজ (২০ ফেব্রুয়ারি) রোববার বেলা ১০টায় উপজেলার ৪নং সাউথখালীইউনিয়নপরিষদ মিলনায়তনেপরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রকল্প সমন্বয়কারী মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, আঃ রউফ মল্লিক, ইউ,পিসদস্য মোঃজাকিরহা ওলাদার, আলামিন খান ।

এ সময় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ,প্রতিবন্ধী ব্যাক্তিসহ এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রকল্প সমন্বয়কারী সোহেল রানা জানান,প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ঘূর্ণীঝড় প্রবণ উপকুলীয় জেলা গুলোতে র্যোগ ঝুঁকি ব্যাবস্থাপনায় সুশাসন বৃদ্ধির মাধ্যমে ঝুকিপূর্ন জনগোষ্ঠির ও স্থানীয় প্রতিষ্ঠান সমুহের সহনশীলতাকে জোর দার করণ।

ইউরোপিয়ান ইউনিয়ন হিউমেনেটেরিয়ান এইড এর আর্থীক সহায়তায় সেবা মানবকল্যান কেন্দ্রএস,এম,কে,কে এর সহোযোগীতায় একল্পটি বাস্তবায়ন হচ্ছে।প্রকল্পের সময়কাল হবে ১জুলাই ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: