‘ইসলামী ব্যাংকিং অপারেশনস’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ıইসলামী ব্যাংকিং অপারেশনস’ বিষয়ে সপ্তাহব্যাপী একটি ভার্চূয়াল প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগসমুহের ইসলামী ব্যাংকিং ডেস্কে কর্মরত ১০৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ বিজনেস অফিসার হাসনে আলম প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে হাসনে আলম ইসলামী ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃক জারীকৃত সার্কুলার এবং প্রশিক্ষণের বক্তাগণ কর্তৃক প্রদত্ত গাইডলাইন্স যথাযথভাবে অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী সেশনে দেশের প্রথিতযশা ইসলামী বিশেষজ্ঞ এবং মার্কেন্টাইল ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী বোর্ডের সদস্য শাহ্ মোহাম্মদ ওয়ালিউল্লাহ্ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন।
মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয়ের ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মিজানুর রহমান উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের অভ্যন্তরীন স্পীকার ছাড়াও বিআইবিএম এবং কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ডের সদস্যগন সেশন পরিচালনা করেন। ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যগনের সহায়তায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।