শিরোনাম

South east bank ad

ঘরের বেড়া ভেঙ্গে গোলার ধান খেয়ে গেল বন্যহাতি

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আবারও শুরু হয়েছে বন্যহাতির তান্ডব। গত দুদিন থেকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা ও দুধনই গ্রামে তান্ডব নিলা চালাচ্ছে। দিনে গভীর অরণ্যে আশ্রয় নিচ্ছে। রাতে খাদ্যের সন্ধানে নেমে আসছে লোকালয়ে। বন্যহাতির দল ঘরবাড়িও গাছ পালার ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে।

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন গত (১৪ ফেব্রুয়ারী) সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্যহাতির দল উপজেলার গরুচরনদুধনই গ্রামে নেমে এসে জনবস্তিতে হানা দেয়।

এ সময় ২৫/৩০টি বন্যহাতির একটিদল ওই গ্রামের আব্দুল মান্নান ও মোশারব হোসেনের বাড়ির বসতঘরের বেড়া ভেঙ্গে গোলায় রাখা ধান ও চাল খেয়ে সাবাড় করে দেয়। তচনচ করে দেয় ঘরের অন্যান্য মালামাল ও আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

বন্যহাতির দল চলে যাওয়ার সময় মোশারব হোসেনের প্রায় ২ একর জমিতে রোপিত ড্রাগন ও মালটা বাগানের ক্ষতি সাধন করে। এঘটনার পর থেকে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ক্ষতিগ্রস্ত পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া সরকারি সহয়তা প্রদানের ও আশ্বাস দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: