শিরোনাম

South east bank ad

বণিক সমিতির নব-নির্বাচিত সদস্যদের শপথ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর):

ফরিদপুর সদরপুর উপজেলার কানাইপুর বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যদের শপথ গ্রহণ আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৩ টায় কানাইপুর তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

কানাইপুর বাজার বণিক সমিতির আয়োজনে এ শপথ বাক্য পাঠ করান কানাইপুর বাজার বনিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলি মিনু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর বাজার বনিক সমিতি নির্বাচন কমিশনের সদস্য সচিব কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল নব-নির্বাচিত সভাপতি লিয়াকত মাতুব্বর, সাধারন সম্পাদক তুষার খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুস সত্তার মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী অবনী কুন্ডু, সুবীর সিকদার, স্বপন সাহা, লক্ষন চক্রবর্তী, আলহাজ্ব মো: মকবুল হোসেন, সুনীল দত্ত, মোঃ মোসাররফ হোসেন (মাস্টার), পরেশ দাস, আঃ মোতালেব সেক, রমনী কুন্ডু, প্রদীপ সাহা, রাসেদুজ্জামান, মোঃ হাবিবুর রহমান সাইফুল, তাপস কর্মকার সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কানাইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সহিদুর রহমান।

উল্লেখ্য গত ৬ জানুয়ারি এ বণিক সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭টি পদে ৩৪ জন প্রার্থী ছিলেন। ভোটার ছিলেন ১১৭২ জন। ভোট দিয়েছেন ১০৫১ জন। গণনা শেষে সন্ধা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: