শিরোনাম

South east bank ad

সাব-রেজিস্ট্রারকে লিখিত অভিযোগ দিলেও জমি রেজিষ্ট্রেশন করে দেয়

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে সাব-রেজিস্টাকে লিখিত অভিযোগ দিলেও জমি রেজিষ্ট্রেশন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, শংকর রায় ০৭/০২/২০২২ তারিখে সোমবারে জেলা রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের মৃত প্রেমতোষ রায় মোজা বু্ল্লা, খতিয়ান ৯৮৯, দাগ নং ৬২৬৩ (বর্তমান) এসএ ৩৭৬৩ মোট জমির পরিমাণ ৯৫শতাংশ ওয়ারিশ সুত্রে ছেলে পরিমল রায় ও শংকর রায় এজমালি রয়েছে। তাদের বাবার সম্পত্তি মালিক দুই ভাই।

বিগত ৩১/১/২০২১ তারিখে সোমবারে ১১ জায়গা মৃত প্রেমতোষ রায়ের বড় ছেলে পরিমল রায় বিক্রি করে দেয় ছোট ভাই শংকরের অজান্তেই। একই গ্রামের আজিজ মিয়ার স্ত্রী মোছাঃ নুরজান জাহান বেগমে কাছে।

মৃত প্রেমতোষ রায়ের ছোট ছেলে শংকর রায় জানান, ওই দিন বিকেল বেলায় ভুমির বিক্রির খবর শুনে লিখিত অভিযোগ নিয়ে দেখা করি সাবরেজিস্টার শংকর কুমার ধর সাথে তখন বিক্রি জায়গার রেজিস্ট্রি স্থগিত করার জন্য অনুরোধ করি।

তখন সাবরেজিস্টার শংকর কুমার ধর বলেন আপনার সাথে আমি ফোনে কথা বলে নিশ্চিত হয়ে নাম ঠিকানা জিজ্ঞেস করেছি তখন আমি উনাকে বলি আমার সাথে ফোনে কোন কথা হয়নি। শংকর কুমার ধর আমাকে বলে এই বিষয়ে কোন অভিযোগ আমি নিতে পারব না কোন অভিযোগ থাকে কোর্টে অভিযোগ দায়ের করতে পারেন।

এবিষয়ে সাবরেজিস্টার শংকর কুমার ধর এর কাছে জানতে চাইলে ফোন কলে জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের মৃত প্রেমতোষ রায়ের বড় ছেলে পরিমল রায়ের একটি জমি বিক্রির দলিল করার হয়।

ওইদিন প্রেমতোষ রায়ের ছোট ছেলে শংকর রায় জায়গা দলিল করার ২ ঘন্টা পর আমার কাছে আসেন অভিযোগ নিয়ে দলিল স্থগিত রাখার জন্য। তিনি আরও জানান, অভিযোগ পত্র আমার কাছে রাখার কোন নিয়ম নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: