শিরোনাম

South east bank ad

“এয়ারপোর্ট পুলিশ ফাঁড়ি কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধি ফাহিম (০৬) নামক একটি শিশু উদ্ধার

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ী’র পিসিসি নং-৭৪/২২, জিডি নং-১৪৫, তাং-০৭/০২/২০২২খ্রিঃ মূলে থানা এলাকায় নিয়োজিত রাত্রীকালীন সিয়েরা-৩২ এর অফিসার এটিএসআই/মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র এয়ারপোর্ট থানাধীন উত্তর পীরমহল্লা সাকিনস্থ পিন্টু মিয়ার মুদির দোকানে উপস্থিত হয়ে জনৈক ১। মোঃ ইলিয়াছ (৩০), পিতা-মৃত আঃ রশিদ, সাং-নাজিমপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-বাসা নং-৩২/১ পাহাড়িকা, হাজী জহুর প্লেস, উত্তর পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ নিয়ামুল ইসলাম (৩৪), পিতা-মৃত শাহজাহান মিয়া, সাং-৪০ পাহাড়িকা, উত্তর পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। পিন্টু মিয়া (২১), পিতা-আঃ মান্নান, সাং-চকরা, পোঃ জগতপুর বাজার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-পাহাড়িকা-৪, উত্তর পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের হেফাজত হতে ভিকটিম ফাহিম (০৬) কে কান্নারত অবস্থায় পেয়ে তার পূর্নাঙ্গ নাম ঠিকানা না পেয়ে অদ্য ০৭/০২/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানায় নিয়ে আসে।

ভিকটিম ফাহিম (০৬) কে জিজ্ঞাসাবাদে সে তার নাম ছাড়া পিতা-মাতা বা কোন ঠিকানা বলতে পারে না। ভিকটিমের পিতার নাম, আত্মীয় স্বজন, অভিভাবক বা সঠিক নাম ঠিকানা খুঁজে না পাওয়ায় তার নিরাপত্তার জন্য আপাতত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ভিকটিমের সঠিক নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা অব্যাহত আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: