ত্রিশাল প্রেসক্লাব পাঠাগারের উদ্বোধন
আব্দুল্লাহ আল ফাহাদ, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মুজিব, সাবেক সভাপতি গোলাম মোস্তফা সরকার, সহ সভাপতি হোসাইন শাহিদ, সদস্য রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ, ইমরান হাসান বুলবুল, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।