শিরোনাম

South east bank ad

চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার এক

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া পাঁচটি মোটরসাইকেলসহ মো. রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কাফরুলের সেনপাড়ার একটি বাসার গ্যারেজে চোরাই মোটরসাইকেল রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসার গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও রাসেল নামের একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল। যার কোনো বৈধ কাগজ রাসেল দেখাতে পারেনি।

রাসেল ডিএমপির কাফরুল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: