প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে যুব ফোরামের কম্বল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুব ফোরামের উদ্যোগে আজ (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় হতে প্রতিবন্ধি শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ: মালেক সরকার ও উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার আব্দুল্যাহেল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র ম্যানেজার জেমস বিশ্বাস, উপজেলা যুব ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক জপি আক্তার, সদস্য রায়হান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব উদ্যোগে ১৫ টি কম্বল ক্রয় করে বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্ট্রিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার আয়োজন করে যুব ফোরাম। আর এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন নবাগত উপজেলা অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।