এমপি বাদশাহ করোনায় আক্রান্ত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এমপিপুত্র শাইখ আল জাহান শুভ্র ও সংসদ সদস্যের পিএস জিয়াউল কবির সুমন।
গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
গত (৩০ জানুয়ারি) রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেন সংসদ সদস্য বাদশাহ। সোমবার দুপুরে করোনা শনাক্তের রিপোর্ট পান তিনি।
এদিকে রোববার এমপিপুত্র শাইখ আল জাহান শুভ্র করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হলেও তারা দুজনেই ভালো আছেন। ঢাকায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা। কুষ্টিয়া-১ আসনের এ সংসদ সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সরওয়ার জাহান বাদশাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।