জীবনের শেষ ভোটটা হয়তো দিতে পারলেন না ৯৮ বছরের হাবিবুর
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারলেন না ৯৮ বছর বয়সী বৃদ্ধ হাবিবুর রহমান প্রামানিক। ঘটনাটি ঘটেছে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
হাবিবুর ওই এলাকার মৃত ছউমউদ্দিন প্রামানিকের ছেলে জানা যায়, হাবিবুরের জন্ম ১৯২৪ সালের ১০ আগস্ট।
লাঠিতে ভর দিয়ে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে তিনি আজ সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চারবার ভোট দিতে আসেন।
তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ তার আঙুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেন নি।
বয়সের ভাড়ে নুয়ে পরা বৃদ্ধ হাবিবুর ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘বাবা ভাবিছিনু এডা হামার শেষ ভোট দিয়ে আসি। কিন্তু কি ব্যান জিনিস ওডা আমি ভোট দিবার পারলাম না।’
হাবিবুরের ভাতিজা সেলিম প্রামানিক জানান, ‘চাচার ভোট শেষ পর্যন্ত হলো না। এতে উনার খুব মন খারাপ। '
গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল বারী জানান, অনেক সময় আঙুলের ছাপ না মেলায় এরকম অসুবিধা হয়।
আমরা অনেক চেষ্টা করেছিলাম তার ভোট নেওয়ার কিন্তু পারিনি।