শিরোনাম

South east bank ad

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে মদিনায় সোনালী ব্যাংকের জেদ্দা প্রতিনিধি অফিসের কার্যক্রম

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল, মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বে সোনালী ব্যাংকের জেদ্দা প্রধিনিধি অফিসের কর্মকর্তরা সম্প্রতি মদিনা মোনাওয়ার সফর করে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে।

কিন্তু বেশী ভাগ প্রবাসীর NID না থাকায় তারা সঞ্চয় বন্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন নাই। কারণ জাতীয় সঞ্চয় স্কীম অনলাইন ম্যানেজমেন্ট সিষ্টেম এর আওতায় সঞ্চয়বন্ড এর লেনদেন কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য প্রস্তুতকৃত মডিউলে NID কে “Unique Identification Number” হিসাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবের অধিকাংশ বাংলাদেশী দীর্ঘদিন ধরে এদেশে অবস্থান করেছেন বলে তাদের অনেকের পক্ষেই বাংলাদেশে গিয়ে জাতীয় পরিচয়পত্র নেওয়ার সম্ভব হয়নি। আর এ কারনে সৌদি আরবে বসবাসরত অধিকাংশ বাংলাদেশেীদরই জাতীয় পরিচয়পত্র নেই। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের জন্য সঞ্চয়বন্ডে অর্থ বিনিয়োগ একটি লাভজনক বিনিয়োগ বিধায় এটি তাদের মধ্যে বেশ জনপ্রিয়।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের NID শর্ত থাকায় অধিকাংশের পক্ষেই বন্ড ক্রয় করা সম্ভব হচ্ছে না। ফলে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে। একই সাথে বৈধপথে রেমিট্যান্স প্রেরনও কমে যাচ্ছে। তাই সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের অর্থিক সংগতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে ঘওউ এর বিকল্প হিসেবে পাসপোর্ট নাম্বারকে “টহরয়ঁব ওফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ” হিসাবে ব্যবহারের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: