পিপিএম সেবা পদক পেলেন যারা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
"রাস্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা" পেলেন উপ-পুলিশ কমিশনার জনাব ফয়সল মাহমুদ ট্রাফিক বিভাগ,এসএমপি সিলেট। এছাড়াও ২০২০ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মুলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা" পদক প্রাপ্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ইউনিট এ কর্মরত নায়েক/ সফি আহমদ।
২০২০ খ্রিস্টাব্দে করোনা মহামারী কালীন অসুস্থদের সেবা চিকিৎসা, হাসপাতালে স্থানান্তর, মৃতদের দাফন কাপন সম্পন্ন, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিক নির্দেশনা মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক কল্যাণ- সাহায্য সমূহ মানবিক টিম সিলেট "বীর হিরো ও মানবিক টিম সিলেট " সংগঠনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাসমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা করে চিকিৎসার্থে দেয়া, সর্বোপরি এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা, সহযোগিতা এবং তত্ত্বাবধানে পুলিশ ব্লাড ব্যাংক এর মাধ্যমে সিলেট মহানগরীসহ বিভিন্ন এলাকার মানুষের জরুরী প্রয়োজনে ডোনার এর মাধ্যমে রক্তদান কর্মসূচি অব্যাহত রাখা।
আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং এর জন্য নায়েক সফি আহমদ পুলিশ সপ্তাহ ২০২০ এ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছে।