বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
জাকির হোসেন, (ফরিদপুর):
বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানকে সামনে নিয়ে আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে জসিম উদ্দীন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিয়া আব্দুল ওয়াদুদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কবিরুল আলম, ফরিদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ দাস লক্ষণ সহ জেলা ও উপজেলা কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আগামী এক মাসের মধ্যে ফরিদপুর জেলা কৃষকলীগের জেলা সম্মেলন করার তাগিদ দেন।তারা ফরিদপুর জেলা কৃষকলীগকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ রাজনীতি করার আহ্বান জানান। কৃষকলীগ জনগণের সেবায় নিয়োজিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবে বলে নেতৃবৃন্দ জানান।