ত্রিশাল প্রেসক্লাব’র নতুন কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে শপথ গ্রহণ ও নতুন সাধারণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সরকার, বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আ. ন. ম ফারুক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্য ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আ. ন. ম ফারুক, হোসাইন শাহীদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, সাহিত্য ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ।
সম্মানিত সদস্যরা হলেন, মোখলেসুর রহমান সবুজ, শামীম আজাদ আনোয়ার, নজরুল ইসলাম, খোরশেদুল আলম মজিব, গোলাম মোস্তফার সরকার, রেজাউল করিম বাদল, মোহাম্মদ সেলিম, নাজমুল হুদা।
সভার শুরুতে সভাপতি রফিকুল ইসলাম শামীম শুভেচ্ছা বক্তব্য শেষে ২০২২ সালের বার্ষিক বাজেটের উপর আলোচনা করেন সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন। সভায় সর্বসম্মত ভাবে বার্ষিক পরিকল্পনা ও বাজেট অনুমোদন করা হয়।