শিরোনাম

South east bank ad

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও আইডেশির উদ্যোগে থ্যালাসেমিয়া পরীক্ষণ কর্মসূচি

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. ও ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এ্যান্ড হেলথ্ ইনিসিয়েটিভস (আইডেশি) এর যৌথ উদ্যোগে ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা-মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব যদি একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিবাহ না করেন। এজন্যই প্রত্যেক বিবাহযোগ্য ব্যক্তির থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে, এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ বিজয়ী ও আইডেশী’র লিড ড. ফিরদাউসী কাদরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. জিনাত হুদা, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের প্রফেসর ড. শারমিন রুমি আলিম উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: